মালদা, ২৮ জানুয়ারি : ফের বিতর্কে মালদা জেলা। এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বল্পবসনে চটুল নাচ। আর তাতে উপভোগ করে ছাত্রদের নাচ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গিয়েছে,শনিবার ছিল গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে তূণমুলের যুব সভাপতি বিশ্বজিৎ মন্ডল সহ একাধীক তৃণমুল নেতৃত্ব উপস্থিত ছিলো। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।সেখানে দেখা যায় বিশ্ব বিশ্ব বিদ্যালয়ের স্টেজে স্বল্প বসনে মহিলার গানের তালে নাচ। যা দেখতে ভীর জমায় বহু মানুষ।
জেলা বিজেপির দক্ষিণ মালদার সাধারন সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন, ইউনিভার্সিটি অনুষ্ঠানে এই ধরনের নোংরা গান,নাচ যেমন ভিন্ন রুচি। এর থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি হাল এটাই সামনে আসছে। ছাত্র-ছাত্রীদের যে মানসিক বিকাশ সেই বিকাশটা কিভাবে নোংরা পথে চালিত করা যায় তৃণমূল সরকার এবং তৃণমূল পরিচালিত এই ইউনিভার্সিটি তার একটি প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাচ্ছি।এটা খুবই নিন্দনীয়। এটা ছাত্র সমাজ যুব সমাজের কাছে খুবই হানিকর। এটা কোনমতেই সহ্য করা যায় না।
জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার বলেন, জানিনা ভিডিওটি দেখিনি। আমাদেরকেও আমন্ত্রণ করেছিল কালকে কেউ আসার কথা ছিল।এইসব কিছু ছেলে পেলে গৌড়বঙ্গে যে ইউনিভার্সিটি সেখানে সব রাজনৈতিক সংগঠনের আছে। কেউ না কেউ তৃণমূলের সংগঠনকে ইউনিভার্সিটিতে দুই চার জন লোক বদনাম করার চেষ্টা করছে। তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।গোটা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।