West Bengal

1 year ago

Nandigram : নন্দীগ্রামে শহিদ স্মরণ তৃণমূলের

Trinamool commemoration of martyrs in Nandigram   (Symbolic Picture)
Trinamool commemoration of martyrs in Nandigram (Symbolic Picture)

 

নন্দীগ্রাম, ৭ জানুয়ারি : প্রতি বছরের মতো এবারও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে শহিদ স্মরণসভার আয়োজন করা হয়। সেই ঘটনার ১৭তম বর্ষপূর্তিতে রবিবার ভোর থেকেই সোনাচূড়ার ভাঙাবেড়া ব্রিজে শুরু হয় শহিদ তর্পণ। এদিন ভোরে ভাঙাবেড়ায় ফলকে মাল্যদান করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই সময় উপস্থিত ছিলেন শেখ সুফিয়ান-সহ একাধিক তৃণমূল নেতা-কর্মী।

২০০৭ সালের ৭ জানুয়ারি নন্দীগ্রামের সোনাচূড়ায় সিপিএমের বাহিনীর হাতে খুন হয়েছিলেন জমি আন্দোলনকারী তিন যুবক। সেদিন ভোরে শহিদ হন ভরত মণ্ডল, শেখ সেলিম, বিশ্বজিৎ মণ্ডল। আজ তাঁদের স্মৃতির উদ্দেশে শহিদ তর্পণ করা হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার ভোর ৫টায় সোনাচূড়ার ভাঙাবেড়া ব্রিজের কাছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে মোমবাতি জ্বেলে শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন কুণাল-সহ তৃণমূলের নেতৃত্ব। এর পর ঘন্টাখানেকের শহিদ স্মরণ অনুষ্ঠানে জমি আন্দোলনে মৃত শহিদদের স্মরণ করা হয়।

You might also like!