West Bengal

1 year ago

Kerosene Oil: কিছুটা স্বস্তি, ১০ টাকারও বেশি কমেছে কেরোসিনের দাম! ভোটের জন্যই কেন্দ্রের সিদ্ধান্ত?

Narendra Modi
Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিগত ৩ মাসে দেশে কেরোসিন তেলের দাম কমল ১১ টাকা। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে অনেকটাই ভোটের রাজনীতি হিসেবেই দেখছেন রাজনৈতিক মহল। ২০২২ সালের জুন মাসে কেরোসিনের দাম ছিল লিটার প্রতি ১০০ টাকারও বেশি। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলি সমস্যার সম্মুখীন হয়েছিল। এরপর ধীরে ধীরে দাম কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

২০২৩ সালের নভেম্বরে কেরোসিনের দাম কমেছিল ৪টাকা ১০ পয়সা। তারপর ডিসেম্বরে কমেছিল ৪টাকা ৭০ পয়সা। আর নতুন বছরের শুরুতেই ২টাকা ৫০ পয়সা কমানো হয়েছে। যা সব মিলিয়ে প্রায় ১০ টাকারও বেশি। এই দাম কমানোর ফলে জেলায় কেরোসিন মিলবে ৭০ টাকার কিছুটা বেশি দরে।

বিরোধী রাজনৈতিক দলগুলির মত, শুধুমাত্র ভোটের জন্যই দাম কমানোর সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। তাঁদের মত, কেরোসিনের দাম বৃদ্ধির ফলে প্রান্তিক মানুষজন খুবই সমস্যায় পড়েছেন। যাঁরা বি পি এল তালিকা ভুক্ত তাঁদের অনেকেই অর্থিক অনটনের মুখে পড়েছেন। মোদি সরকার শুধুমাত্র ভোট পাওয়ার জন্য দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।


You might also like!