নয়াদিল্লি, ১৩ জানুয়ারি : পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিজেপি। পুরুলিয়ায় সাধু-সন্তদের ওপর হামলার প্রেক্ষিতে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, পুরুলিয়ায় দেখা গেল পালঘর পার্ট টু। শনিবার বিজেপি মুখপাত্র শেহজাদ বলেছেন, "পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় দেখা গেল পালঘর পার্ট টু। সাধুদের নির্মমভাবে এবং নির্দয়ভাবে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা।"
শেহজাদ আরও বলেছেন, "পালঘর পার্ট-ওয়ান হয়েছিল উদ্ধব ঠাকরের (মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী) অধীনে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পালঘর পার্ট টু হচ্ছে। হিন্দু হওয়া কি অপরাধ? এখন যদি পশ্চিমবঙ্গে সাধু, সন্তদের এভাবে মারধর করা হয়, তাহলে আইন-শৃঙ্খলার কী অবস্থা?... পশ্চিমবঙ্গের এই মর্মান্তিক অবস্থা!" আবার বিজেপি নেতা অমিত মালব্য মন্তব্য করেছেন, পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া কী অপরাধ?