West Bengal

10 months ago

Blue Road of Burdwan : রাজ্যে প্রথম নীলাভ রাস্তা পেল পূর্ব বর্ধমানের রায়না, নীলাভ রাস্তার রহস্য কী জানেন কী?

Blue Road of Burdwan
Blue Road of Burdwan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পিচ কালো রাস্তা, লাল মেঠো রাস্তা আমরা সবাই দেখেছি, রাস্তা সে আবার নীলাভ ! তেমন রাস্তা আগে দেখেছি বলে স্মৃতিতে নেই, এ রাজ্যে পূর্ব বর্ধমানের রায়নাতে প্রথম নীলাভ রাস্তা নির্মিত হল।  রায়না-২ ব্লকের একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত এই নতুন রাস্তার উদ্বোধন করেছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

পিচের সঙ্গে  প্লাস্টিক জাতীয় সামগ্রী মিশিয়ে এই রাস্তা নির্মান করা হয়েছে, রাস্তার আধুনিকীকরণের এটা অন্যতম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।পিচের সঙ্গে প্লাস্টিক জাতীয় সামগ্রী মিশিয়ে রাস্তা নির্মাণের উদাহরণ রয়েছে রাজ্যে। তবে রায়নার এই রাস্তার নতুনত্ব হল এই রাস্তার উপর একটি নীল রঙের কোট দেওয়া হয়েছে। যা রাস্তাটিকে আরও টেকসই করে তুলবে।

রাস্তাটি তৈরি করতে মোট খরচ হয়েছে ২২ লাখ ৯৭ হাজার কোটি টাকা। পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে তার উপর নীল রংয়ের কোট দিয়ে নির্মাণ করা হয়েছে এই রাস্তা। এর কারণে গরমে প্রচণ্ড উত্তাপে রাস্তার পিচ গলে যাওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি, বর্ষায় এই রাস্তায় জল জমার সম্ভাবনা নেই।

রায়নার বিধায়িকা শম্পা ধাড়া জানিয়েছেন, পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য আমরা বর্জ্য পদার্থ নিয়ন্ত্রনের  নানা ব্যবস্থা নিচ্ছি। অল ইন্ডিয়া রোড অ্যাসোসিয়েশন রাস্তার উপর নানা রকম গবেষণা করে। তাদের প্রযুক্তি, গরম পিচে যদি ১০ শতাংশ অবধি অযোগ্য প্লাস্টিক দেওয়া হয়, এর কোনও বিক্রিয়া হয় না।

তিনি আরও জানান, রাজ্যের মধ্যে প্রথম এই প্রযুক্তি দিয়ে আমরা রাস্তা করতে পেরেছি। এই রাস্তাটি যেহেতু নীল রঙের দেখতে, তাই একে ‘নীল রাস্তা' বলা হচ্ছে। সাধারণত প্রচণ্ড গরমেও এই রাস্তাটি ঠান্ডা থাকে। তাই মূলত গরমের দেশগুলিতে এই ধরনের রাস্তা তৈরি হয়ে থাকে। ভারতেও এই প্রযুক্তির পরীক্ষন জারি রয়েছে। 

You might also like!