West Bengal

2 months ago

Weather Forcast: উৎসবে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি, হাওয়া অফিসের সতর্কতা

Weather Forcast
Weather Forcast

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- পুজোর মুখে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলায়। কারণ, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। যার জেরে বৃষ্টির সম্ভবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।  আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পুজোর দিনগুলিতেও।

দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরের পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে নেমেছে ধস। মৃত্যু হয়েছে একজনের। ধসে বন্ধ রয়েছে একাধিক রাস্তা। ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বিপর্যস্ত। বন্ধ রয়েছে কয়েকটি স্কুলও।

হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।  সেটি শক্তি বাড়িয়ে কাল নিম্নচাপে পরিণত হবে। তার জেরে ফের ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা থাকছে ।

You might also like!