কলকাতা, ১০ জানুয়ারি : শীঘ্রই জমে উঠবে গঙ্গাসাগর মেলা। রেলের তরফে যাত্রীদের জন্য দেওয়া হচ্ছে বিশেষ গ্যালোপিং ট্রেন। ১২ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে এই স্পেশ্যাল ট্রেনগুলি। কখন কোন জায়গা থেকে ট্রেনগুলি ছাড়বে, সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে পূর্বরেলের পক্ষ থেকে।
যাঁরা ট্রেন পথে গঙ্গাসাগর যান, তাঁদের একটা বড় অংশ শিয়ালদা থেকে ট্রেন ধরেন। সেক্ষেত্রে যাঁরা ট্রেনে করে গঙ্গাসাগর মেলা যাবেন বলে পরিকল্পনা করছেন, তাঁদের শিয়ালদা দক্ষিণ শাখা থেকে ট্রেনে উঠতে হবে এবং নামতে হবে কাকদ্বীপ স্টেশনে। সেখান থেকে অটোয় কিংবা টোটো করে যেতে হবে লট ৮ ঘাটে। সেখান থেকে ভেসেল বা লঞ্চে চেপে পৌঁছতে হবে কচুবেড়িয়া। তারপর সেখান থেকে আবার বাসে চেপে যেতে হবে তীর্থক্ষেত্র গঙ্গাসাগর।
১২ থেকে ১৭ তারিখ পর্যন্ত, শিয়ালদা-নামখানা ও কলকাতা-নামখানার মধ্যে চলবে ডাউন গ্যালোপিং ইএমইউ স্পেশ্যালগুলি। আর আপ ইএমইউ স্পেশ্যাল গ্যালোপিং ট্রেনগুলি চলবে নামখানা-শিয়ালদা, লক্ষ্মীতান্তপুর-শিয়ালদা ও নামখানা-লক্ষ্মীকান্তপুরের মধ্যে।
রেলের তরফে জানানো হয়েছে, কলকাতা স্টেশন থেকে যাওয়ার সময় স্পেশ্যাল টেনগুলি কলকাতা ও মাঝেরহাটের মধ্যবর্তী সমস্ত স্টেশনে থামবে। তবে জেলা প্রশাসনের প্রস্তাব মতো ১০ থেকে ১৬ তারিখ পর্যন্ত কাশীনগর হল্ট স্টেশনে থামবে না কোনও ট্রেন।
রাজ্য সরকারের তরফে মেলা দিনগুলিতে স্পেশ্যাল ট্রেন চালানোর জন্যও রেলের কাছে অনুরোধ জানানো হয়। পাশাপাশি এই সময় কোনও ট্রেন যাতে বাতিল না হয়, সেই বিষয়টিও দেখার জন্য রেলকে অনুরোধ করে রাজ্য। আর এবার মেলার জন্য স্পেশ্যাল গ্যালোপিং ট্রেনও ঘোষণা করে দিল পূর্ব রেল।