ফালাকাটা, ২৫ সেপ্টেম্বর : ফালাকাটা ব্লকের ধনীরামপুর ১ অঞ্চলের দেওমালি গ্রামে বিয়ের দাবিতে এক যুবকের হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে ওঠার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে মেঘাচ্ছন্ন আকাশ আর টিপটিপ বৃষ্টির মধ্যেই ঝুঁকি নিয়ে ওই যুবক টাওয়ারে উঠে যায়। বিষয়টি গ্রামবাসীদের নজরে আসতেই এলাকায় হইচই শুরু হয়। যুবকের নাম বিপ্লব রায়। তার বাড়ি বানারহাট ব্লকের সাকোয়াঝোড়া ১ অঞ্চলের প্রধান পাড়া গ্রামে। জানা গেছে, বাবার কাছে বিয়ের দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে বিপ্লব এই বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে।
ঘটনার খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ এবং ফালাকাটা ও ধূপগুড়ি ফায়ার ব্রিগেডের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে বিপ্লব টাওয়ার থেকে নামতে অস্বীকার করে, তবে কিছু সময় পর সে নিচে নেমে আসে। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায়, এবং এলাকায় আলোড়ন ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, বিপ্লবের মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে এবং তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।