দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পণ্য আনলোডিং ক্রমাগত স্থির বৃদ্ধিতে অগ্রসর হচ্ছে৷ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে তার অধিক্ষেত্রের অধীনে প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি কোণায় আবশ্যকীয় এবং প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করছে। ফলে, চলতি অর্থ বর্ষের (২০২৪) সেপ্টেম্বর মাসে নিজস্ব অধিক্ষেত্রের অধীনে ৯৬৬টি মালবাহী রেক আনলোড করা হয়েছে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ শনিবার এক প্রেস বার্তায় এ তথ্য জানিয়েছেন। প্রেস বার্তায় শর্মা জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই-এর চাল, চিনি, লবণ, খাদ্যোপযোগী তেল, খাদ্যশস্য, সার, সিমেন্ট, কয়লা, শাক-সবজি, অটো, ট্যাংকের মতো পণ্য এবং অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।
সেপ্টেম্বরে অসমে পণ্যবাহী ট্রেনের ৫২৬টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ২৬৪টি রেকে অত্যাবশ্যক সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৬৪টি, নাগাল্যান্ডে ১৮টি, অরুণাচল প্রদেশে নয়টি এবং মণিপুরে একটি রেক আনলোড করা হয়েছে।
এছাড়া, সেপ্টেম্বর মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ১৭৯ পণ্যবাহী রেক ও বিহারে ১৬৯টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে।
অত্যাবশ্যক ও অন্যান্য পণ্য সামগ্রী শুধুমাত্র সাধারণ জনগণের চাহিদা পূরণের জন্য নয়, বরং তার পাশাপাশি সমগ্র অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপকে সক্রিয় রাখতে ও বিকশিত করতে নিয়মিতভাবে পরিবহণ করা হচ্ছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় ও অন্যান্য সামগ্রীর চলাচল বৃদ্ধির পাশাপাশি মাল আনলোডিংও বৃদ্ধি পেয়েছে।