West Bengal

7 months ago

Narendra Modi rally: রবিবার রাজ্যের তিন জেলায় চার জনসভা মোদীর

Narendra Modi rally
Narendra Modi rally

 

কলকাতা, ১২ মে: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় চারটি জনসভা করবেন। তাঁর প্রথম সভাটি হবে এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ, উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। সেখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের হয়ে সভা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর দ্বিতীয় সভাটি চুঁচুড়ায়। হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে ওই সভা। বিজেপি সূত্রে খবর, মোদীর দ্বিতীয় সভাটি হবে দুপুর ১টা নাগাদ। চুঁচুড়ায় সভা করার পরেই দুপুর আড়াইটে নাগাদ প্রধানমন্ত্রীর তৃতীয় সভাটি শুরু হওয়ার কথা। এই সভাটি তিনি করবেন আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুড়শুড়ায়। বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে ওই সভা।

মোদীর চতুর্থ এবং দিনের শেষ সভাটি হবে হাওড়া জেলার সাঁকরাইলে। বিকেল ৪টে নাগাদ এই সভাস্থলে পৌঁছনোর কথা রয়েছে তাঁর। এই সভা থেকে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে প্রচার করবেন তিনি। প্রধানমন্ত্রী মোদী এদিন যে চার কেন্দ্রে প্রচার করবেন, তার সব ক''টিতেই আগামী ২০ মে ভোটগ্রহণ। চার জনসভা থেকে মোদী কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে রাজ্যবাসীর।

You might also like!