West Bengal

17 hours ago

Cyclone: ঘূর্ণিঝড়ের শঙ্কায় আতঙ্কে দিঘা, বকখালি ও সাগরদ্বীপেও চলছে মাইকিং

Cyclone in Digha
Cyclone in Digha

 

কলকাতা, ২৩ অক্টোবর : বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যেই আছড়ে পড়তে পারে পুরী থেকে সাগর দ্বীপের মধ্যে যে কোনও জায়গায়। যার প্রভাবে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই আশঙ্কায় দিঘা-সহ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। ইতিমধ্যে সমস্ত ব্লক আধিকারিককে জেলাশাসকের দফতর থেকে র্নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

একই উদ্যোগ নেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা, সাগর, পাথরপ্রতিমা, বকখালির মতো এলাকাগুলির জন্য। পাশাপাশি কৃষকদেরও সতর্কতামূলক বার্তা দিয়েছে রাজ্য সরকার। দিঘার পাশাপাশি নামখানা, সাগর, পাথরপ্রতিমা, বকখালি-সহ উপকূলবর্তী এলাকায় প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে। সমুদ্র আপাতত উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।


You might also like!