খড়গপুর, ১২ সেপ্টেম্বর : খড়গপুর শহরের নিউট্রাফিক এলাকায় বুধবার রাতে লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। এই ঘটনা ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। মৃত যুবকের নাম অর্জুন নায়েক (৩৪)। ঘটনা ঘটার পরই উত্তেজিত জনতা গাড়ির চালকের ওপর চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি।
জনরোষ থেকে চালককে বাঁচাতে গিয়ে পুলিশকেও আক্রান্ত হতে হয় বলে অভিযোগ। পরে জনতাকে ছত্রভঙ্গ করে চালককে উদ্ধার করে পুলিশ। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।