বীরভূম : রবিবার দু’দিনের সফরে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। তার ঠিক আবহে অনুপম হাজরা ঘোষণা করে দিলেন, ২০২৪ সালের লোকসভা ভোটে তিনি বোলপুর কেন্দ্র থেকে লড়বেন। সেই সঙ্গে বিজেপি নেতার ইঙ্গিতবাহী মন্তব্য, ‘‘লড়াই করতে গেলে দলের প্রয়োজন হয় না। মানুষ চাইছে। তাই লড়ব।’’
তিনি তৃণমূলে ফিরবেন কি না, এ নিয়ে জল্পনার মধ্যে কাজল শেখেরও সুনাম করতে শোনা যায় অনুপমকে। শুক্রবার বোলপুরে সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, ‘‘সমস্ত চোর একসঙ্গে আমার বিরুদ্ধে বলেছে।’’ বিজেপির জেলা সভাপতিদের ‘অপদার্থ’ বলে কটাক্ষ করে অনুপম বলেন, ‘‘এ ভাবেই রসেবশে চলুক ওরা। যে দিন যাবে একেবারেই যাবে।’’বার বার ‘দলবিরোধী’ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অনুপম। তার জেরে কিছু দিন আগে বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে অপসারিত করা হয় তাঁকে। কিন্তু অনুপমের ‘বিদ্রোহ’ থামেনি।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতায়, তার ঠিক আগে ফেসবুক লাইভ করে সমাজমাধ্যমে দলের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেছিলেন অনুপম হাজরা। তার পরেই বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের পদ খোয়ান।
এর আগে নতুন বছরে সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘‘অন্যের বাড়িতে চোর দেখলে গলা ফাটিয়ে জোরে চিৎকার করুন। যাতে লোকজন ধারণাও করতে না পারে যে আপনার নিজের বাড়িই চোরের আশ্রয়স্থল।’’ তার পর সম্প্রতি, ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে টিকিট বিক্রি এবং টাকা তোলার অভিযোগ তুলেছিলেন। যার প্রেক্ষিতে অনুপমকে পাল্টা কটাক্ষ করেন তাঁর দলের নেতারা। নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভের মুখেও পড়েন। তবে অনুপম আছেন অনুপমেই।