দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'হাতে আইফোন, পরনে ডিজাইনার শাড়ি...কোথা থেকে এত টাকা আসে ?' এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । বিজেপি নেতার দাবি, মুখ্যমন্ত্রী যে শাড়ি পরেন, তা বাংলার বাজারে মিলবে না । তাঁর প্রশ্ন, মুখ্যমন্ত্রী যদি ভাতা না নেন, তাহলে দামী ফোন আর ডিজাইনার শাড়ির টাকা কোথা থেকে আসে ? এদিকে, সুকান্তের এই মন্তব্যের পর থেকে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক । সুড় চড়িয়েছে তৃণমূল, অন্যদিকে ব্যক্তিগত বিষয়ে কথা বলা উচিৎ নয় বলে মনে করছে সিপিএম ।
সুকান্ত যা বললেন...
সুকান্ত বলেন, 'মুখ্যমন্ত্রীর হাতে যে অ্যাপেল ফোন রয়েছে সেটি কোথা থেকে কিনেছেন? উনি যদি ভাতা না নেন, তাহলে বিনা পয়সায় কেউ দিয়েছে। আর এখনকার দিনে ফ্রিতে কেউ জিনিস দিলে সে নিশ্চয় ধান্দা ছাড়া দেবে না। ' অন্যদিকে, মুখ্যমন্ত্রী শাড়ি নিয়ে তাঁর মন্তব্য, 'মমতা বন্দ্যোপাধ্যায় ডিজাইন করা শাড়ি পরেন। ওই শাড়ির এক কপি কেউ এনে দিতে পারবেন আমায়? আমি চ্যালেঞ্জ করছি, ওই শাড়ি বাংলার বাজারে মিলবে না। ডিজাইনার কি মুখ্যমন্ত্রীকে শাড়িগুলো বিনামূল্য়ে দেন?'
রাজনৈতিক বিতর্ক
তৃণমূল পাল্টা প্রশ্ন তুলেছে মোদীর ১০ লক্ষ টাকার স্যুট নিয়ে । এত দামী স্যুট কার টাকায় পরেন প্রধানমন্ত্রী, প্রশ্ন তুলেছে শাসকদল । অন্যদিকে সিপিএমের দাবি, ব্যক্তিগত বিষয় সামনে আনা উচিৎ নয় । বিজেপি নেতাদের এই সব বলার কোনও অধিকারই নেই। কে কী শাড়ি পরে, কোন গাড়িতে চড়ে এই সব প্রশ্ন করা উচিত নয়।