দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- 'সিস্টেম’ বদল না হলে রাজনীতি ছেড়ে নিজের মতো করে জনগণকে সাহায্য করবো।’ মধ্যরাতে হঠাৎই সমাজমাধ্যমে এমনটাই পোস্ট করেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী ।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিধায়ক লেখেন, ‘আমি কৃষ্ণ কল্যাণী, একজন জনপ্রতিনিধি। জেলাশাসক হলেন জনগণের সেবক। যদি পরিস্থিতি না বদলায় তা হলে আমি রাজনীতি ছাড়তে বাধ্য হব। আমি কোনও দলের হয়ে আর কাজ করব না। আমি স্বাধীন ভাবে মানুষের পাশে থেকে তাঁদের সাহায্য করতে চাই।’
প্রসঙ্গত উল্লেখ্য, কৃষ্ণ কল্যাণী ২০২১ সালে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে । ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনের কয়েকমাস পর দেখা যায়, তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দল বদলে রায়গঞ্জ লোকসভায় চলতি বছর তৃণমূলের হয়ে লড়েন তিনি। কিন্তু পরাজিত হন বিজেপি প্রার্থীর কাছে। এরপর রায়গঞ্জে উপনির্বাচনে পুনরায় দল তাঁকে টিকিট দেয়, তিনি জয়ী হয়ে বিধায়ক হন।