Breaking News

 

West Bengal

3 weeks ago

Mamata Banerjee: আমিও তো বলতে পারি, বিজেপি নেতাদের আমি জেলে পাঠাবো", জনসভায় মমতা

Mamata Banerjee about BJP
Mamata Banerjee about BJP

 

বাঁকুড়া, ৮ এপ্রিল: জলপাইগুড়ির সভা থেকে আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দুর্নীতি রুখতে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বাঁকুড়ার জনসভা থেকে তার পালটা জবাব দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমিও তো বলতে পারি, আপনাদের বিজেপি নেতাদের আমি জেলে পাঠাবো।”

দুর্নীতি দমনে ৪ জুনের পর আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ব্যাপারে আভাস দিয়ে যান প্রধানমন্ত্রী। তারই পালটা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রীর পালটা হুঁশিয়ারি, ‘আমি তো বলতে পারি, আমাদের সরকার তো ক্ষমতায় থাকবে এখানে। কিন্তু, আমি এটা বলতে চাই না। কারণ, আমি এটা বিশ্বাস করি না। আমি অনেক অত্যাচারের সঙ্গে লড়াই করেছি।’

এদিন মমতা বলেন, ‘আপনাদের যদি সাহস থাকে, জনসাধারণের ভোট নিয়ে লড়াই করার জন্য, তাহলে আপনারা আমাদের কর্মীদের কেন গ্রেফতার করছেন। আপনারা কেন হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছেন। হেমন্তর স্ত্রী সঙ্গে আমার কথা হয়েছে। দেশের একমাত্র আদিবাসী সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী। আপনি কী না করছেন!’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির ব্যাপারেও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তৃতায় উঠে আসে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে দুই তৃণমূল কর্মীর গ্রেফতার হওয়ার ঘটনাও। কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’ নিয়ে ফের সরব হন তিনি।

You might also like!