West Bengal

3 months ago

Sukanta Majumdar: আগামী দু’মাস ধর্মতলায় জমায়েত নিষিদ্ধ, সমালোচনা করলেন সুকান্ত

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কলকাতা, ২৬ সেপ্টেম্বর : আগামী দু’মাস ব্যাপী ধর্মতলা সংলগ্ন কে. সি. দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউজ পর্যন্ত এলাকায় সমস্ত জমায়েত এবং মিটিং-মিছিলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুলিশ। এ নিয়ে সমালোচনা করলেন রাজ্য বিজেপি-র সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে এত ভয় কেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার? মাননীয়া ব্যর্থ মুখ্যমন্ত্রীর রাজত্বে আগেই সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার বাজেয়াপ্ত হয়েছে, এবার প্রতিবাদ কর্মসূচিতেও বারবার বাধাদানের অপচেষ্টা! কিসের এত ভয় নব নিযুক্ত অপদার্থ পুলিশ কমিশনারের?”

You might also like!