জলপাইগুড়ি, ২৭ সেপ্টেম্বর : দীর্ঘ অনাবৃষ্টির পর এবার বন্যার ভ্রুকুটি। জলস্তর বাড়ছে জলপাইগুড়ির করলা নদীর। গত ২৪ ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। পাল্লা দিয়ে সিকিমে ভারী বৃষ্টির জেরে শুক্রবার সকালে তিস্তা নদীর গজলডোবা ব্যারেজ থেকে ২৬০০ কিউসেক জল ছাড়ায় জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। প্রবল বৃষ্টিতে বন্যার আশঙ্কা জলপাইগুড়িতে। পাহাড়ি নদীর জলস্তর বাড়ছে। তিস্তার পাড়ে থাকা বাসিন্দাদের উদ্বেগও বাড়ছে। এর মাঝেই গজলডোবা ব্যারেজ থেকে শুক্রবার সকালে ছাড়া হয়েছে ২৬০০ কিউসেক জল। সেই কারণে মেখলিগঞ্জে তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। দোমোহনীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।