দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইডি আধিকারিকদের মারধরের ঘটনার ৭ দিন পর ২ জনকে গ্রেফতার করেছে ন্যাজাট থানার পুলিশ। হামলার ভিডিয়ো ফুটেজ দেখে ২ জনকে শণাক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মেহবুর মোল্লা, সুকলম সর্দার। উল্লেখ্য, ঘটনার পর ইডি দাবি করেছিল, সেদিন শেখ শাহজাহানের বাড়ির সামনে হাজার দেড়েক জনতা ভিড় করেছিলেন। তাঁরা হামলা চালিয়েছিলেন। হাতে ছিল লাঠি, বাঁশ, অস্ত্রও। প্রশ্ন উঠছে, তাহলে ঘটনার ৭ দিন পেরিয়ে যাওয়ার পর তাঁদের মধ্যে থেকে কি কেবল ২ জনকেই চিহ্নিত করা সম্ভব হল?
মেহবুব মোল্লা ও সুকমল সর্দার নামে ২ জনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। আজই তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। সন্দেশখালিকাণ্ডে এখনও অধরা শেখ শাহাজাহান।
গত শুক্রবারে ED-র ওপর ভয়ঙ্কর হামলা। একসপ্তাহ পরে, এই শুক্রবার, সেই ঘটনায় প্রথম গ্রেফতারি হল। স্থানীয়স্তরে যারা শাহজাহান-বাহিনীর লোক বলেই পরিচিত। সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ইডি-র ওপর ভয়ঙ্কর হামলার ৭ দিন পর, তীব্র বিতর্কের আবহে, অবশেষে, ২ জনকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার পুলিশ! কিন্তু, হামলার মাস্টারমাইন্ড বলে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায়? কোন অন্তরালে? কার নিরাপদ আশ্রয়ে?
ন্যাজাট থানা সূত্রের খবর, ED-র ওপর হামলার ঘটনায় ধৃত ২ ব্যক্তির নাম মেহবুর মোল্লা ও সুকমল সর্দার। সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই দু-জনের বাড়ি। শুক্রবার ভোরে, ন্যাজাটের ছোট আজপাড়ার একটি ভেড়ি থেকে, পুলিশ ২ জনকে গ্রেফতার করে।
কিন্তু, ED-র ওপর হামলার ঘটনার এক সপ্তাহ হয়ে গিয়েছে। রাজ্যপালের গ্রেফতারির বার্তা দেওয়ার ৭ দিন হয়েও গেল। পাশাপাশি, রাজ্য পুলিশের DG-র কড়া পদক্ষেপের আশ্বাসের পরে ৬ দিন পেরিয়ে গেল। কিন্তু, ঘটনার মাস্টারমাইন্ড, অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ধরতেই পারল না পুলিশ।