দুর্গাপুর, ২০ সেপ্টেম্বর : দুর্গাপুরে আগুন লাগল একটি কাপড়ের দোকানে। শুক্রবার সকালে দুর্গাপুর স্টেশন বাজারের একটি কাপড়ের দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। পাশাপাশি, সেখানে উপস্থিত হন কোকওভেন থানার পুলিশও। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয় দুর্গাপুর স্টেশন বাজার চত্বরে। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে একটি কাপড়ের দোকানে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ রূপ নেয়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। পুজোর মুখে এই অগ্নিকাণ্ডে মাথায় ওই দোকানের মালিকের।