দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গোরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে। বাবার গ্রেফতারির পর থেকেই স্কুলে যাওয়া বন্ধ করেছিলেন তিনি। নিয়ম মেতাবেক ইতিমধ্যেই সরকারি স্কুলে শিক্ষকতা বাবদ তাঁর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তাঁর চাকরির বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে।
বিষয়টি প্রসঙ্গে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক জানাচ্ছেন, 'সুকন্যা মণ্ডলের চাকরি প্রসঙ্গে আলাদা করে কোনও মন্তব্য করা সম্ভব নয়। তবে এই ক্ষেত্রে যে নিয়ম রয়েছে তা মোতাবেক সুকন্যা মণ্ডলের জামিন পাওয়ার পর সেই কাগজপত্র পুলিশ আমাকে পাঠাবে। তারপর তিনি একটি লিখিত আবেদন করবেন। এরপর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের শীর্ষ কর্তৃপক্ষ বিচার করবে। আমাদের কাছে যা কাগজপত্র আসবে, সেই মোতাবেক কাজ করব।'
বাবার গ্রেফতারির পর থেকেই স্কুলে যাওয়া একপ্রকার বন্ধ করে দিয়েছিলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। এই প্রসঙ্গে প্রলয় নায়েক বলেন, 'যে দিনই তিনি যোগ দেবেন, তাঁকে লিখিত জমা দিতে হবে। এরপর পর্ষদ সিদ্ধান্ত নেবে। অফিসিয়ালি তাঁর বক্তব্য আমাদের শুনতে হবে।'