West Bengal

11 months ago

Hooghly News : পরিবেশ সচেতনতা শিকেয় তুলে কারখানা! পাণ্ডুয়ায় ব্যাপক চাঞ্চল্য

Environmental awareness learning factory! There is great excitement in Pandua
Environmental awareness learning factory! There is great excitement in Pandua

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কারখানা হওয়ার দরুন জমি দিয়েছিলেন কৃষকরা। তবে পরবর্তীকালে তাঁরা জানতে পারলেন সেখানে তৈরি হবে রাসায়নিক কারখানা। এবং সেই কারখানার নির্মাণকার্জ শুরু হয় মাস ছয়েক আগে। তবে স্থানীয় মানুষদের অভিযোগ, সেখানে রাসায়নিক কারখানা হলে দূষণ ছড়াবে সেই অঞ্চলেই। যার জেরে ক্ষতিগ্রস্থ হতে পারে চাষের জমি। এই নিয়ে গ্রামের মানুষ ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা হয় পাঁচ দিন আগেই। কিন্ত প্রশাসনের পক্ষে থেকে কোনও সুরাহা না মেলায় আন্দোলনের পথ বেঁছে নেন স্থানীয় লোকজন। পরে কারখানা তৈরির কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় প্রশাসন সূত্রে। ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের সর্বমঙ্গলা এলাকায়।

You might also like!