West Bengal

4 days ago

Indian Railways: একশৃঙ্গ গন্ডারের ছবি আঁকা ইঞ্জিনে, নাম ‘জলদাপাড়া’

Engine With Picture Of One Horned Raheen Named 'Jaldapara'
Engine With Picture Of One Horned Raheen Named 'Jaldapara'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  হলংয়ের অগ্নিকাণ্ড নিয়ে মনখারাপের আবহেই জলদাপাড়া ও তার অন্যতম আকর্ষণ একশৃঙ্গ গন্ডারদের স্বীকৃতি দিতে এক অভিনব পদক্ষেপ করল ভারতীয় রেল। আস্ত একটি WDP4D 40096 মডেলের ডিজেল লোকোমোটিভ ইঞ্জিনের নামকরণ করা হয়েছে ‘জলদাপাড়া’ আর তার গায়ে আঁকা হয়েছে একটি একশৃঙ্গ গন্ডারের ছবি। হালে ওই ঝাঁ চকচকে ইঞ্জিনটিকে দেশের জন্যে উৎসর্গ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশন।

ইঞ্জিনটিকে ‘জঙ্গল লুক’ দিতে ব্যবহার করা হয়েছে গাঢ় সবুজ, অ্যাকোয়া ব্লু ও কালো রং। সবুজকে ব্যবহার করা হয়েছে জঙ্গল ও প্রকৃতিকে বোঝাতে। অ্যাকোয়া ব্লু দিয়ে বোঝানো হয়েছে ডুয়ার্সের পাহাড়ি নদী আর নীল পাহাড়ের ব্যাকড্রপকে। শেষে ওই সবুজ আর নীলের ক্যানভাসে কালো রং দিয়ে আঁকা হয়েছে এক ঢাউস একশৃঙ্গ গন্ডার। তাতেই এক জমকালো লুক পেয়েছে ডিজেল ইঞ্জিনটি।

সম্প্রতি নিউ জলপাইগুড়ি থেকে বালুরঘাটগামী ইন্টারসিটি এক্সপ্রেসকে নিয়ে ছুটেছে ওই ‘জলদাপাড়া লোকোমোটিভ’। বিষয়টি স্যোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে কাটিহার ডিভিশনের পক্ষ থেকে। তাই লক্ষ্য করে আলোড়ন তৈরি হয়েছে নেটপাড়ায়। রেলের ওই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বনাধিকারিক থেকে প্রকৃতিপ্রেমিক ও সাধারণ মানুষেরা

কেন রেলের ওই অভিনব পদক্ষেপ?

তা ব্যাখ্যা করতে গিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে অসমের মালিগাঁও থেকে বলেন, ‘জলদাপাড়া ও তার অন্যতম আকর্ষণ তো শুধুমাত্র একটি নির্দিষ্ট রাজ্যের হেরিটেজ হতে পারে না। গন্ডার সংরক্ষণে জলদাপাড়া জাতীয় উদ্যান দেশের মধ্যে অন্যতম দিশারী। তাই ভারতীয় রেলের পক্ষ থেকে ওই উদ্যোগ ও প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে লোকোমোটিভটির নামকরণ করা হয়েছে ‘জলদাপাড়া’। আর ইঞ্জিনটি শুধুমাত্র একটি নির্দিষ্ট রুটে আবদ্ধ থাকবে না। জলদাপাড়ার বার্তা নিয়ে ছুটবে দেশের নানান প্রান্তে। আর ভারতীয় রেলের নিয়ম অনুসারে একটি লোকোমোটিভের নামকরণ একবারই করা হয়। দ্বিতীয় কোনও ইঞ্জিনে ওই নামকরণ করা হবে না।’

বিষয়টি জেনে জলদাপাড়া বনবিভাগের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, ‘আমরা রেলের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। যা একশৃঙ্গ গন্ডারের সংরক্ষণের প্রশ্নে ও মানুষকে সচেতন করার ক্ষেত্রে নতুন বার্তা বয়ে নিয়ে যাবে।’

আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, ‘জলদাপাড়া ও একশৃঙ্গ গন্ডার দেশের অমূল্য রত্ন। তাকে যে ভাবে ভারতীয় রেল স্বীকৃতি দিয়েছে, তা নিঃসন্দেহে এক অভিনব পদক্ষেপ।’

You might also like!