দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেশন দুর্নীতি মামলায় ধৃত বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের অফিস থেকে উদ্ধার প্রচুর বিদেশি মুদ্রা । সোমবার মধ্য কলকাতার মারকুইজ় স্ট্রিটে শঙ্করের একটি ফরেক্স সংস্থার অফিসে হানা দেন ইডি আধিকারিকরা । সেখান থেকেই বাংলাদেশি মুদ্রাগুলি উদ্ধার করা হয়েছে ।
জানা গিয়েছে, যে পরিমাণ বাংলাদেশি মুদ্রা উদ্ধার হয়েছে, ভারতে তার মূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা । কিন্তু, কোথা থেকে এল এত পরিমাণ বাংলাদেশি মুদ্রা ? তারই উৎস সন্ধানে ময়দানে নেমেছে ইডি ।
সোমবার রেশন দুর্নীতির তদন্তে মোট ছয় জায়গায় তল্লাশি চালায় ইডি । তার মধ্যে ছিল শঙ্কর আঢ্যর চার্টাড অ্যাকাউন্টের অফিস । সল্টলেকের সেক্টর ফাইভে অফিস চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অরবিন্দ সিংয়ের। এছাড়াও, শঙ্করের দু'টি ফরেক্স সংস্থার অফিসে হানা দেয় ইডি । তার মধ্যে মারকুইজ় স্ট্রিটের অফিস থেকেই উদ্ধার হয় বৈদেশিক মুদ্রাগুলি ।
উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তে নেমে গত পাঁচই জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে। তাঁর বিশাল সাম্রাজ্যের খতিয়ান ইতিমধ্যেই আদালতে পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। যার মধ্যে রয়েছে বিদেশি মুদ্রা লেনদেনের কারবারও।