Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

West Bengal

3 years ago

Corona Update in WB : গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন

corona buletin today active case 436
corona buletin today active case 436

 

কলকাতা,১ আগস্ট : একদিনে ৫০০- র নিচে নামল করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৬ য । সোমবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে কলকাতাতে একদিনে আক্রান্ত ৭৯ জন। সংক্রমণের দিক থেকে তিলোত্তমার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৭৪ জন। এরপরেই তালিকায় রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ৩৮ জন। এছাড়াও কমবেশি প্রায় সব জেলা থেকেই মিলেছে সংক্রমিতের হদিশ। তবে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে আক্রান্তের সংখ্যা শূন্য। ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০, ৯৪, ৩২৭।

একদিনে রাজ্যে করোনা প্রাণ কেড়েছে মোট ৬ জনের। তাঁদের মধ্যে ২ পশ্চিম মেদিনীপুরের। হুগলি, জলপাইগুড়ি, কলকাতা, উত্তর ২৪ পরগনার একজন করে করোনার বলি। ফলে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১, ৩৭২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা জয় করেছেন ২,২৫১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনাজয়ীর সংখ্যা ২০, ৫৯, ৪৬২ জন। ফলে সুস্থতার হার বেড়ে ৯৮.৩৪ শতাংশ । একদিনে করোনা পরীক্ষা হয়েছে ০৬,৮৭৯ । যার জেরে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২৫,৯৯৫,৮০৬ ।

You might also like!