Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

West Bengal

3 years ago

Contempt of court case against DA : মিলল না ডিএ, রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হাইকোর্টে

Contempt of court case against DA failed in High Court
Contempt of court case against DA failed in High Court

 

কলকাতা  : বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মেটানো রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আর্জি। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে কর্মীদেরে সেই বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কর্মীরা বকেয়া ডিএ না পাওয়ায় এবার ফের আদালতের দ্বারস্থ হল কর্মী সংগঠন।

সোমবার কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করল ইউনিটি ফোরাম নামে এক সংগঠন। দ্রুত এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। এদিনই অন্য দুই সংগঠন নবান্নে গিয়ে ডিএ সংক্রান্ত দাবি নিয়ে মুখ্যসচিবকে একটি নোটিস দিয়ে এসেছে। আর অন্যদিকে হাইকোর্টে মামলা করে আরও এক কর্মী সংগঠন। গত ১৯ অগস্ট শেষ হয়েছে সেই তিন মাসের মেয়াদ। আদালতের নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন ডিএ দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত ২০ মে মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার ওই রায় দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছিল। আদালত উল্লেখ করেছিল, মূল্যবৃদ্ধির সঙ্গে ডিএ বাড়ানো উচিত।


You might also like!