Breaking News
 
Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব Abhishek Banerjee: ‘বাংলা নয়, সময় হয়েছে আপনাদের পাল্টানোর!’ সিঙ্গুরের মঞ্চ থেকে মোদীর আক্রমণের জবাবে হুঙ্কার দিলেন অভিষেক Abhishek Banerjee:চাপড়ার জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ! অভিষেকের বড় দাবি— ‘বাংলা বিরোধী বিজেপিকে হারিয়ে মোদীকে দিয়েও বলিয়ে ছাড়ব জয় বাংলা’ Iran protests: ইরান থেকে দেশে ফিরলেন ভারতীয়রা, আত্মীয়কে জড়িয়ে কান্না

 

West Bengal

1 year ago

Mohammed selim : সামাজিক মাধ্যমে ধর্ষক’ তকমা, লালবাজারে অভিযোগ মহম্মদ সেলিমের

Mohammed selim
Mohammed selim

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   সামাজিক মাধ্যমে বিকৃত একটি পোস্টে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ‘ধর্ষক’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে। এহেন অপমানজনক কাণ্ড নজরে পড়তেই  লালবাজারের দ্বারস্থ হয়েছেন তিনি। দীর্ঘ অভিযোগপত্রে তিনি বিস্তারিত জানিয়ে ভারতীয় ন্যায় সংবিধান অনুযায়ী অভিযুক্তের কড়া শাস্তির দাবি করেছেন।

অভয়ার সুবিচারের দাবিতে সম্প্রতি গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি ছিল সিপিএমের। সেখানে অংশ নিতে দেখা যায় মহম্মদ সেলিমকে। দলের সমর্থক জনৈকা সুপ্তি কাঞ্জিলাল সেই ছবি শেয়ার করে এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ”তিলোত্তমাকে মনে রেখে। তিলোত্তমার সুবিচারের দাবিতে স্বাক্ষর সংগ্রহ করছেন মহম্মদ সেলিম।” পরবর্তীতে সেই ছবিই রিটুইট করে পার্থ গঙ্গোপাধ্যায় নামে একজন লেখেন, ”একজন ধর্ষক এক ধর্ষিতার বিচারের জন্য সই সংগ্রহ করছেন।” সেলিমের দাবি, ওই পার্থ গঙ্গোপাধ্যায় তৃণমূলের সক্রিয় সমর্থক।সিপিএমের অভিযোগ, এই পোস্টে তাঁর ব্যক্তিগত, রাজনৈতিক জীবন যথেষ্ট বিধ্বস্ত হচ্ছে। সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, দলের রাজ্য সম্পাদকের বিরুদ্ধে এই পোস্ট পক্ষেও বেশ অস্বস্তিদায়ক।


You might also like!