West Bengal

1 year ago

Ancient Coins : ঐতিহাসিক জিনিসের সম্ভার বর্ধমানের এক মেলা! দেখতে পাবেন ঐতিহাসিক দুষ্প্রাপ্য মুদ্রা, টাকা

Ancient Coins & Rupees (File Picture)
Ancient Coins & Rupees (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যাঁদের দুষ্প্রাপ্য কয়েন, টাকা বা ঐতিহাসিক কোনও নথি দেখার বা কেনার শখ রয়েছে, তাদেরকে চলে আসতে হবে বর্ধমানের এক মেলায়। বর্ধমান মহিলা কলেজের কাছে আয়োজিত এই মেলায় নানা ঐতিহাসিক দুষ্প্রাপ্য মুদ্রা, টাকার সম্ভার রয়েছে।

এই প্রদর্শনী চলবে ১৩ ও ১৪ ই জানুয়ারি। বর্ধমান মহিলা কলেজের সামনে একটি কমিউনিটি হলে এই মেলার আয়োজন করা হয়েছে। শনিবার এই মেলার শুভ উদ্বোধন করেন বর্ধমান পুরসভার পুরপতি পরেশ সরকার। উপস্থিত ছিলেন হল্যান্ডের গবেষক সৌরেশ বসু, কলকাতা হবি ডিলার্স এসোসিয়েশনের কর্মকর্তা রবি সেবক সহ অন্যান্যরা।

দুষ্প্রাপ্য কয়েন, টাকা ও ডাকটিকিট ছাড়াও এই প্রদর্শনীতে রয়েছে আজাদ হিন্দ ফৌজ-এর জন্য নেতাজির নিজের হাতে লেখা চিঠি, নেতাজির মেডেল, বর্ধমান মহারাজ বিভিন্ন নথি ও মেডেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ের বিভিন্ন নথি সহ বহু দুষ্প্রাপ্য সামগ্রিক।

কলকাতা হবি ডিলার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা রবি সেবক জানান, প্রায়ই মানুষ বিভিন্ন জায়গায় ভুল তথ্য দেখে লোভে বশীভূত হয়ে দুষ্প্রাপ্য জিনিস কিনতে গিয়ে প্রতারণা শিকার হচ্ছেন। কোনটি সত্যিই দুষ্প্রাপ্য ও কোনটি নয় এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই মেলার আয়োজন। এই মেলায় সাধারণত কলকাতাতেই হয়ে থাকে তবে এ বছর প্রথম বর্ধমানে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রথম বছরেই মানুষের ভিড় চোখে পড়ার মতো।

বর্ধমানের পাশাপাশি আগামী দিনে বিভিন্ন জেলাতে এই মেলার আয়োজন করা হবে। এই প্রদর্শনীতে বিভিন্ন কয়েন আপনারা যেমন সংগ্রহ করতে পারবেন, তেমনি কারও কাছে যদি এই ধরনের দুষ্প্রাপ্য সামগ্রী থাকে তিনি চাইলে তা এখানে বিক্রিও করতে পারবেন। অনেকেরই বংশ পরম্পরায় বা পারিবারিক কোনও সূত্র থেকে এই ধরনের দুষ্প্রাপ্য কয়েন, টাকা পেয়ে থাকেন। তাঁদের মেলায় এসে সেগুলির ঐতিহাসিক মূল্য যাচাই করে নেওয়ার সুযোগ থাকছে।

You might also like!