দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশের ভিড় দেখে কপালে ভাঁজ পড়েছে বঙ্গ বিজেপির। বাম থেকে রামে যাওয়ার জনতার একাংশ কি ফের বামে ফিরছেন? এই বিষয়ে বিধানসভাভিত্তিক রিপোর্ট তলব করল গেরুয়া শিবির।
বিজেপির সাংগঠনিক বৈঠকে আলোচনা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়দের সমাবেশ নিয়ে৷ পাশাপাশি লোকসভা নির্বাচনের জন্য আরেকটি বর্ধিত কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিতে মোট ১০১ জন রয়েছেন। তাঁদের মধ্যে সাংসদ এবং বিধায়করাও রয়েছেন।
কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্যদের উপস্থিতিতে সোমবারের বৈঠকে ঠিক হয়েছে, লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এখনই দেওয়াল লেখা শুরু করা হবে। ১২, ২৩ ও ২৮ তারিখে প্রতিটি বুথে কর্মসূচি নেওয়া হবে। আগামী ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি দিন সেবামূলক কর্মসূচি নিচ্ছে বিজেপি।