West Bengal

11 months ago

Bhutanese Citizen:বাগডোগরা বিমানবন্দরে কার্তুজ–সহ গ্রেফতার ভুটানি নাগরিক

Bagdogra Airport (File Picture)
Bagdogra Airport (File Picture)

 

শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারি: শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে একে-৪৭ -এর ৫টি কার্তুজ–সহ এক ভুটানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম তাসি শেরিং। বাগডোগরা থানার পুলিশ শুক্রবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশি রিমান্ড চাইবে।

বিমানবন্দর সূত্রে খবর, সন্দেহভাজন চেন্নাই থেকে কুয়েত যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার চেন্নাই যাওয়ার পথে বিমানবন্দরে তল্লাশির সময় তাসি শেরিংয়ের ব্যাগ থেকে পাঁচটি একে-৪৭ কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি কুয়েতে বিমানবন্দরের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন এবং তিনি ভুটানের প্রাক্তন সেনা বলে জানা গেছে।


You might also like!