West Bengal

3 weeks ago

Election gps tracking: ভোটের কাজে ব্যবহৃত সব গাড়িতে থাকবে জিপিএস ট্র্যাকিং, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Election gps tracking
Election gps tracking

 

নয়াদিল্লি, ৯ এপ্রিল: লোকসভা নির্বাচনে কারচুপি রুখতে নির্বাচন কমিশন ভোটের কাজে ব্যবহৃত সব গাড়িতে জিপিএস লোকেশন ট্র্যাকিং সিস্টেম রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভোটকর্মীদের নিয়ে প্রথম দফার প্রশিক্ষণে ইতিমধ্যেই কমিশনের তরফে বিষয়টি প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ভোটের আগের দিন ডিসিআরসি কেন্দ্র থেকে ইভিএম সহ ভোট সংক্রান্ত অন্যান্য সামগ্রী ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়া এবং ভোটগ্রহণের পরে তা স্ট্রং রুমে নিয়ে আসার সময় কোথাও যেন কোনওরকম কারচুপি না হয় তার উপরে নজরদারির জন্য জিপিএস ট্র্যাকিং সিস্টেমকে কাজে লাগানো হবে।

You might also like!