West Bengal

1 year ago

Kunal Ghosh: ফের কুণালের তোপ সুদীপকে, তৃণমূল সাংসদের বিরুদ্ধে আনলেন দুর্নীতির অভিযোগ

Again Kunal's Tope brought allegations of corruption against Sudeep, the Trinamool MP
Again Kunal's Tope brought allegations of corruption against Sudeep, the Trinamool MP

 

কলকাতা, ২ মার্চ: এখন তিনি আর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নন, সেই কুণাল ঘোষ ফের তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কোনও রকম রাখঢাক না করে সুদীপের নামে সরাসরি তোপ দেগেছেন কুণাল। সুদীপ ভুবনেশ্বরের হাসপাতালে থাকাকালীন কে হাসপাতালের বিল মিটিয়েছেন, তা তদন্তসাপেক্ষ বলে মন্তব্য করেছেন কুণাল। আরও এক ধাপ এগিয়ে গিয়ে তিনি এ-ও জানিয়েছেন, সুদীপ কয়লা ‘দুর্নীতি’র সঙ্গে জড়িত। তা যদি প্রমাণিত হয়, তবে তাঁকে গ্রেফতার করার দাবিও জানিয়েছেন কুণাল।

শনিবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ কুণাল লিখেছেন, ‘‘সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তাঁর হয়ে ভুবনেশ্বর অ্যাপোলো হাসপাতালের বিল মেটানোর নথি খতিয়ে দেখা প্রয়োজন। তিনি যখন বন্দি ছিলেন, তাঁকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছিল, না কি তাঁর হয়ে হাসপাতালের বিল কেউ মিটিয়ে দিয়েছিলেন, তদন্ত করতে দেখতে হবে। যদি প্রমাণ পাওয়া যায়, তবে কয়লা ‘দুর্নীতি’র সঙ্গে ওই টাকার যোগ থাকতে পারে। সে ক্ষেত্রে তদন্তের স্বার্থে সুদীপকে গ্রেফতার করা উচিত। যদি কেন্দ্রীয় সংস্থা এটি এড়িয়ে যায়, আমি আদালতের দ্বারস্থ হব।’’ উত্তর কলকাতার সাংসদ তথা তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুণালের উপর্যুপরি এই আক্রমণে এখনও 'নীরব' তৃণমূল কংগ্রেস।

You might also like!