বহরমপুর, ৩০ জানুয়ারি : “মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ধরনা দিক, আমরাও থাকব। কলকাতায় ধরনা দিয়ে লাভ নেই।” মঙ্গলবার পালটা, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী প্রশ্নের উত্তরে সাংবাদিকদের এই বার্তা দিলেন।সোমবারই প্রদেশ কংগ্রেস সভাপতিকে আসন সমঝোতা না হওয়ায় জন্য বিঁধে ছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের বকেয়া পাওনা নিয়ে রাজ্য যে আন্দোলন চালিয়ে আসছে, সেটা নিয়ে কেন কংগ্রেস প্রশ্ন তোলে না? কেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে না? জানতে চেয়েছিলেন তিনি।
একশো দিনের কাজের জন্য পাওনা টাকা থেকে বাংলা যে বঞ্চিত হচ্ছে, সে কথা এদিন স্বীকার করে নেন অধীর রঞ্জন চৌধুরী। তবে তাঁর কথায়, ‘এখানে কলকাতায় ধরনা দিয়ে কোনও লাভ নেই। কেউ দেখতে আসবে না।’ তিনি যোগ করেন, এই দাবি নিয়ে দিল্লিতে ধরনা দিক মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সমর্থন জানিয়ে হাজির থাকবে কংগ্রেসও। তবে এই পাওনা আদায়ের দাবিতে রাজ্য কেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে না সেই প্রশ্নও তুলে ধরেন কংগ্রেস সাংসদ।