West Bengal

1 year ago

Malda: রামমন্দির উদ্বোধনের সাক্ষী হতে সাইকেলে মালদা থেকে যাত্রা শুরু ২ যুবকের

2 youths started their journey from Malda by bicycle to witness the inauguration of Ram Mandir
2 youths started their journey from Malda by bicycle to witness the inauguration of Ram Mandir

 

মালদা, ৩ জানুয়ারি : সাইকেলে অযোধ্যাযাত্রার সিদ্ধান্ত নিলেন মালদা শহরের দুই বাসিন্দা অভিজিৎ বাসফোর ও রবি বিশ্বকর্মা। স্থানীয় কালীমন্দিরে পুজো দিয়ে বুধবার রওনা দিলেন রবি ও অভিজিৎ। লক্ষ্য ২০ জানুয়ারির মধ্য অযোধ্যা পৌঁছে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া।

দুজনেরই রামমন্দির নিয়ে প্রবল আগ্রহ। দুজনেই চেয়েছিলেন রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে সামিল হতে। সেই মতোই শুরু পরিকল্পনা। অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলেন সাইকেলে অযোধ্যা যাওয়ার। সেই মতো বুধবার সকালে মালদার এক কালীমন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করলেন অভিজিৎ ও রবি। সাইকেলে রামের ছবি আঁকা পতাকা ও জাতীয় পতাকা। এদিন তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির হন এলাকার বহু মানুষ।

জানা গিয়েছে, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালাবেন এই দুই যুবক। মালদহ থেকে ডালখোলা, বিহারের পূর্ণিয়া, দাঁড়ভাঙ্গা, উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে তাঁরা দু’জনে পৌঁছবেন অযোধ্যায়। অভিজিৎ ও রবির কথায়, “দেশ আগে, পরে ধর্ম। তবে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা। আর এই প্রতিষ্ঠা পর্বের সাক্ষী হতেই সাইকেলে যাত্রার পরিকল্পনা।”


You might also like!