রিভিউ এর বিষয় সরকারের স্ট্যান্ড পয়েন্ট কি? রিভিউ একসেপ্ট করার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হবে। জুনমাসের ১ তারিখ পর্যন্ত সামার ভকেশান চলছে। রিভিউ কি একসেপ্ট হবে? সেটা ওনারা জানিয়েছিলেন পুরোপুরি আমাদের হাতে নেই। নোটিফিকেশন্ পাবলিশ সুপ্রিম কোর্টের অর্ডারে নেই। সুপ্রিম কোর্টে নিজে থেকে কিছু করতে পারিনা। জাজমেন্ট এর অর্ডার আমাদের মানতে হবে। ওনারা আমাদের বিষয় জানেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কতটা আব্দর্থক কার্যকর হওয়ার ক্ষেত্রে ব্যবস্থা নেয় সেটা জানতে পারব। সুপ্রিমকোর্টের কাছে যারা যোগ্য সেটা তুলে ধরতে। * শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়েছিলাম।সেটা হয়নি। শুরুতেই যেটা চেয়েছি সেটা হয়নি। সচিবরা নিজেদের সীমানার মধ্যে বক্তব্য রেখেছেন।কিন্তু আমাদের প্রশ্নের উত্তর যারা দিতে পারতেন তারা কেউ ছিলেন না।