Breaking News
 
Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব Abhishek Banerjee: ‘বাংলা নয়, সময় হয়েছে আপনাদের পাল্টানোর!’ সিঙ্গুরের মঞ্চ থেকে মোদীর আক্রমণের জবাবে হুঙ্কার দিলেন অভিষেক Abhishek Banerjee:চাপড়ার জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ! অভিষেকের বড় দাবি— ‘বাংলা বিরোধী বিজেপিকে হারিয়ে মোদীকে দিয়েও বলিয়ে ছাড়ব জয় বাংলা’ Iran protests: ইরান থেকে দেশে ফিরলেন ভারতীয়রা, আত্মীয়কে জড়িয়ে কান্না

 

Video

8 months ago

Electricity Crisis | গরমে হাঁসফাঁস, বিদ্যুৎহীন ঘরেই দিন কাটাচ্ছে দক্ষিণ ২৪ পরগনার এক পরিবার

 

2022 সাল থেকে 2025 এখন পর্যন্ত, ইলেকট্রিক ছাড়াই জীবন যাপন করছে। দক্ষিণ চব্বিশ পরগনা বজ বজ ১ নম্বর ব্লকের অন্তর্গত বুইতা গ্রাম পঞ্চায়েতের 195 বুথ এর বাসিন্দা গত 2022 সাল থেকে 2025 এখন পর্যন্ত, ইলেকট্রিক ছাড়াই জীবন যাপন করছে।প্রচন্ড গরমে মানুষ এখানে একদিন একঘন্টা কারেন্ট অফ থাকলে সহ্য করতে পারে না সেখানে বছরের পর বছর এভাবে দিন কাটাচ্ছেন জিয়াউল হক এবং তার পরিবার। জিয়াউল হকের বাড়িতে আগে কারেন্ট ছিলো,তিনি আগে বাইরে চাকরি করতে গিয়েছিলেন, কর্মসূত্রের বাইরে থাকার জন্য ইলেকট্রিক লাইন এর অর্থ পরিশোধ করতে না পারায় ইলেকট্রিক কর্তৃপক্ষ তার ঘরের লাইট কেটে দিয়ে যায়। তিনি বাইরে থেকে ফিরে এসে ইলেকট্রিক অফিসে যোগাযোগ করেন এবং লাইন জোড়ার অনুরোধ জানান। কিন্তু ইলেকট্রিক লাইন এখনো জোড়া হয়নি। কেন হয়নি বা কেন হচ্ছে না তার সঠিক উত্তর তিনি আজও পর্যন্ত পেলেন না । স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়ে বিষয়টা কোন কর্ণবাত করেনি কেউ এমনটাই অভিযোগ করছেন শেখ জাউল হক এবং তার পরিবার। গত ২৪-৭-২০২৪ তারিখ পঞ্চায়েত প্রধান একটি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে চেষ্টা করলেও কোন সূরা হয়নি। স্থানীয় সদস্যর বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দিলেন তিনি আরো জানা এই বিষয়ে সদস্যকে একাধিকবার জানানো হলেও তিনি কোন পদক্ষেপ নেননি। এই প্রচন্ড গরমে তিনি এবং তার পরিবার অতি কষ্টে জীবন যাপন করছেন কবে বিদ্যুৎ লাইন পাবেন সেটা নিয়েও পুরস্কার নন। এই গরম থেকে বাঁচতে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। পঞ্চায়েত সদস্য বা প্রধান কেও কোনো উত্তর দেননি ক্যামেরার সামনে।

You might also like!