Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Travel

2 years ago

Sikkim : আন্তর্জাতিক ট্যুরিজমে বিরাট স্বীকৃতি সিকিমের

Sikkim (File Picture)
Sikkim (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক ট্যুরিজমে বিরাট স্বীকৃতি পেল সিকিম। এশিয়ার তিনটি শীতলতম ডেস্টিনেশনের মধ্যে জায়গা করে নিল সিকিম। ট্রাভেল সংক্রান্ত ন্যাশনাল জিওগ্রাফিকের একটি সমীক্ষায় পর্যটকদের মতামতের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে।  

সম্প্রতি ন্যাশানাল জিওগ্রাফির তরফে একটি সমীক্ষা করা হয়েছিল। তাতে বলা হয়েছে, আগামী বছর পর্যটকদের শীতলতম গন্তব্যগুলির মধ্যে অন্যতম হতে চলেছে সিকিম। সিকিমে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে।বাংলাদেশ ও পশ্চিমবাংলার মানুষের কাছে দার্জিলিংয়ের পরই সিকিমের স্থান। যাঁরা ঘুরতে আসেন, তাঁরা একঢিলে সিকিম ও দার্জিলিংকে নিজেদের পর্যটন ইটিনারির মধ্যে রাখেন। দার্জিলিংয়ের মতোই সিকিমের বিভিন্ন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার শোভা চাক্ষুষ করা যায়। সেই সঙ্গে নিজস্ব ফ্লেভার ও সৌন্দর্য রয়েছে এই শৈলরাজ্যের। 

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হিমালয়ের কোলের এই রাজ্যটি। হিমালয়ের তৃতীয় শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এমনভাবে বেষ্টন করে রয়েছে, যেন মনে হবে স্বয়ং গৌতম বুদ্ধ শয়ন করছেন এছাড়া একাধিক হ্রদ, পাহাড়, পাহাড়ের মধ্যে আঁকা-বাঁকা পথ সিল্ক রুট, উজ্জ্বল রঙের বাহারি ফুলের বাগানের প্রাকৃতিক শোভা যেমন রয়েছে, তেমনই বরফে আবৃত গুরুদম্বার, লাচুং, লাচেংয়ের মতো স্থান রয়েছে। আবার প্রকৃতির মধ্যে হাঁটার মজা নিতে রয়েছে পেলিংয়ের মতো স্থান। এছাড়া ট্রেকিং, প্যারাগ্লাইডিং-সহ নানান রোমাঞ্চকর ইভেন্টেরও সাক্ষী হতে পারেন সিকিমে এসে। সবমিলিয়ে, সিকিমের অপার প্রাকৃতিক সৌন্দর্য অনেক নামজাদা গন্তব্যকেও পিছনে ফেলে দেয়। তাই শীতলতম স্থানে বেড়ানোর প্ল্যান করার থাকলে সিকিমের কথা ভেবে দেখা যেতেই পারে। 

ন্যাশানাল জিওগ্রাফির সার্ভে রিপোর্ট বলছে, আগামী বছর শীতলতম গন্তব্যগুলির অধিকাংশই হতে চলেছে ইউরোপীয় মহাদেশে। সেখানকার একাধিক জায়গার নাম তালিকায় উল্লেখ রয়েছে। এশিয়ার মাত্র তিনটি জায়গা এই তালিকায় ঠাঁই করে নিয়েছে। এই তিনটি জায়গা হল তাইওয়ানের তাইনান, ভারতের সিকিম এবং চিনের শি ইয়ান। স্বাভাবিকভাবেই পর্যটনের নিরিখে এই স্থান করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

উল্লেখ্য, গত ৪ অক্টোবর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ভেঙে চরম বিপর্যয়ের কবলে পড়েছিল সিকিম। বহু মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছিলেন। সেই স্মৃতি এখনও বহু মানুষের স্মৃতিতে তাজা। সেই সময় সিকিম বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কও বন্ধ হয়ে গিয়েছিল। যদি তা পুনরায় চালু হয়েছে এবং স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। 

You might also like!