দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Mission Vatsalya প্রকল্পের অধীনে এরাজ্যে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দাই একাধিক পদে এই চাকরিগুলিতে আবেদনের যোগ্য। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পড়ুন এই প্রতিবেদনটি।
Child Welfare Officer/Case Worker/Probation Officer পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Social work/Sociology/Social Science কিংবা এলএলবি স্নাতক উত্তীর্ণ হতে হবে। সরকারি সংস্থা বা এনজিও-তে আইনি বিষয়ক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ও বেতন-
এই পদে চাকরির জন্য ২১ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। এই চাকরিতে মাসে বেতন মিলবে ২৩,১৭০ টাকা।
এছাড়াও House Mother (Residential) পদেও কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
বয়সসীমা ও বেতন-
এই পদেও ২১ থেকে ৪০ বছর বয়সীরা আবেদনের যোগ্য। এই পদে চাকরিতে মাসে বেতন ১৪,৫৬৪ টাকা।
Helper cum Night Watchman (Residential) পদেও কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরিতে ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা ও বেতন-
এই পদে চাকরিতে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ১২ হাজার টাকা।
Nurse of SSA (Residential) পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জিএনএম কোর্স উত্তীর্ণদের অগ্রাধিকার মিলবে।
বয়সসীমা ও বেতন-
এই পদে চাকরিতে প্রার্থীদের ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। মাসে বেতন মিলবে ১২ হাজার টাকা।
আবেদন পদ্ধতি-
অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। বায়োডাটা ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ-সহ অন্য গুরুত্বপূর্ণ নথি মুখবন্ধ খামে ভরে ফেলতে হবে। তারপর সেই খামের উপর লিখুন Application for the post of……..for Govt. run CCI/SSA under Mission Vatsalya, Paschim Medinipur শূন্যস্থানটিতে যে পদের জন্য আবেদন করছেন সেই পদটির নাম লিখতে হবে। এছাড়াও বিশদে জানতে দেখতে পারেন এই ওয়েবসাইটটি- https://www.paschimmedinipur.gov.in/
আবেদনপত্র জমার ঠিকানা-
District Child Protection Unit (DCPU) under Social Welfare Section, Collectorate, PO- Midnapore, Dist.- Paschim Medinipur, Pin- 721101, West Bengal
আবেদনপত্র জমার শেষ তারিখ-
আগামী ৭ অগাস্ট, ২০২৩-এর মধ্যে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছোতে হবে।