Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Livelihood message

1 year ago

Bank Jobs: বেরোল IBPS PO-র মেনসের রেজাল্ট!

IBPS PO Mains Result Out!
IBPS PO Mains Result Out!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ IBPS-র প্রবেশনারি অফিসার (PO) নিয়োগের মেনস পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। যে প্রার্থীরা মেনস পরীক্ষা দিয়েছেন, তাঁরা 'Indian Institute of Banking Personnel Selection’ বা IBPS-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। যাঁরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা ইন্টারভিউয়ের ডাক পাবেন। আইবিপিএসের সঙ্গে হাত মিলিয়ে সেই ইন্টারভিউ প্রক্রিয়া নেবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। একটি নির্দিষ্ট কেন্দ্রে সেই ইন্টারভিউ নেওয়া হবে। কোথায়, কখন সেই ইন্টারভিউ হবে; তা কললেটারে জানিয়ে দেওয়া হবে। যা পরবর্তীতে IBPS-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।

You might also like!