Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Livelihood message

1 year ago

BPCL Recruitment: একাধিক পদে নিয়োগ করবে ভারত পেট্রোলিয়াম, জানুন বেতন কত

BPCL Recruitment
BPCL Recruitment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএকাধিক পদে নিয়োগ করবে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া। ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু। প্রথমে ১ বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। পরে পার্ফমেন্সের ভিত্তিতে মেয়াদ বৃদ্ধি করা হবে।

পদের নাম

রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, পাবলিক রিলেশন, ডিজিট্যাল সিস্টেম ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

বেতন-

এই পদগুলিতে যাঁদের নিয়োগ করা হবে তাঁদের সর্বাধিক বেতন ২৮ হাজার টাকার মধ্যে হবে।

আবেদন তারিখ

১ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ২৫ তারিখ পর্যন্ত ইচ্ছুকরা আবেদন করতে পারবেন।

আবেদন ফি-

ওই পদগুলির জন্য আবেদন ফি ৫৯০ টাকা। তবে তপশিলি জাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।

You might also like!