Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Livelihood message

1 year ago

Asha Worker Recruitment 2023: জেলা স্বাস্থ্য দফতরে আশাকর্মী নিয়োগ, অফলাইনে করতে হবে আবেদন

Asha Worker Recruitment 2023
Asha Worker Recruitment 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃজেলা স্বাস্থ্য দফতরে আশাকর্মী নিয়োগ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবার আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আর কী কী লাগবে, জেনে নিন বিশদে।

পদ

ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর।

মোট শূন্যপদ

রাজ্য স্বাস্থ্য দফতরের আশা কর্মী পদে মোট ১৭টি পদে নিয়োগ করা হবে। জেনারেল ক্যাটাগরির জন্য ৯টি পদে নিয়োগ করা হবে। সংরক্ষিত শ্রেণির জন্য ৮টি পদে নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা

সোশ্যাল সায়েন্স, সোশিয়লজি, সোশ্যাল অ্যানথ্রোপলজি, রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন , ইত্যাদি বিষয়ে ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে। স্বাস্থ্য বিষয়ক প্রজেক্টে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে MS অফিস ও ইন্টারনেট সংক্রান্ত কাজের ধারণা থাকতে হবে।

মাসিক বেতন

এই পদে মাসিক বেতন হবে ১৫ হাজার টাকা। বেতনের সঙ্গে আলাদা করে মাসে ১৮০০ টাকা মবিলিটি খরচ পাবেন কর্মীরা।

বয়সসীমা

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য ১ জানুয়ারি ২০২৩ সালে আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা ছাড় পাবেন।

নিয়োগস্থল

প্রত্যেক পদে নিয়োগ হবে পূর্ব বর্ধমান জেলায়। সদর উত্তর, সদর দক্ষিণ, কালনা, কাটোয়া সাব ডিভিশনে নিয়োগ করা হবে।

কীভাবে আবেদন

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। মুখবন্ধ খামে SDO অফিসে যোগ্যতার প্রমাণপত্র ও অভিজ্ঞতার কাগজপত্র জমা করতে হবে।


You might also like!