Livelihood message

11 months ago

AIASL Recruitment 2023 : উচ্চমাধ্যমিক পাশ ? চাকরি খুঁজছেন ? কর্মখালি এয়ারপোর্টে, আবেদন করুন এখনই

AIASL Recruitment 2023
AIASL Recruitment 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃউচ্চমাধ্যমিক পাস, চাকরি খুঁজছেন ? এয়ারপোর্ট মিলতে পারে কাজের সুযোগ । নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড । কীভাবে আবেদন করবেন, বেতনই বা কত, জেনে নিন খুঁটিনাটি বিষয়

পদের নাম

কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ , জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ

শূন্যপদ

১২৮

শিক্ষাগত যোগ্যতা

কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য ন্যূনতম যোগ্যতা স্নাতক । জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে । তবে, সেই সঙ্গে দুই ক্ষেত্রেই আবেদনকারীর এয়ারলাইন ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে । এছাড়া, এয়ারলাইন, জিএইচএ, কার্গো, এয়ারলাইন টিকিটিং বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে ।

বয়সসীমা

সর্বোচ্চ ২৮ বছর বয়সের চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে

মাসিক বেতন

কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের বেতন ২৩, ৬৪০ টাকা । আর জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের বেতন ২০,১৩০

আবেদন পদ্ধতি

ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে । সংস্থার ওয়েবসাইটে অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে যে আবেদনপত্র থাকবে, তা পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউর দিন সংস্থার নির্দিষ্ট অফিসে উপস্থিত হতে হবে ।

ইন্টারভিউয়ের ঠিকানা ও তারিখ

কেরালার ভেঙ্গুর দুর্গা দেবী মন্দিরের কাছে শ্রী জগন্নাথ অডিটোরিয়ামে ইন্টারভিউ হবে । ৮, ২০ এবং ২২ ডিসেম্বর ইন্টারভিউ-এর তারিখ নির্দিষ্ট করা হয়েছে

You might also like!