দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জুনিয়র এগজিকিউটিভ পদে নিয়োগ করবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। শুক্রবার থেকে ওই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। জেনে নিন বিস্তারিত তথ্য-
পদের নাম-
জুনিয়র এগজিকিউটিভ
মোট শূন্যপদ-
একাধিক বিভাগের জুনিয়র এগজিকিউটিভ পদের জন্য মোট ৪৯০ জনকে নিয়োগ করা হবে।
কোন বিষয়ের জন্য কত শূন্যপদ?
জুনিয়র এগজিকিউটিভ (আর্কিটেকচার)- ৩টি শূন্যপদ
জুনিয়র এগজিকিউটিভ (সিভিল)- ৯০টি শূন্যপদ
জুনিয়র এগজিকিউটিভ (ইলেকট্রিক্যাল)- ১০৬টি শূন্যপদ
জুনিয়র এগজিকিউটিভ (ইলেকট্রনিক্স)- ২৭৮টি শূন্যপদ
জুনিয়র এগজিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি) ১৩টি শূন্যপদ
কারা আবেদনের যোগ্য?
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE ডিগ্রিধারী ইঞ্জিনিয়ররা ওই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছরের মধ্যে হতে হবে।
কোন ওয়েবসাইটের আবেদন করা যাবে?
aai.aero নামের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমেই পুরো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি-
জুনিয়র এগজিকিউটিভ পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা। তবে তপশিলি জাতি, উপজাতিদের, অনগ্রসর শ্রেণি-র জন্য আবেদন ফি মকুম করা হয়েছে।