Life Style News

3 months ago

Indoor Plants care tips: একবারও কি বারান্দা সাজিয়েছেন? প্রতিটি গাছের বিশেষ করে পাতাবাহারের যত্ন প্রয়োজন, সেটার জন্য রইলো সহজ উপায় -

The tips for decorating plants at home
The tips for decorating plants at home

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাতাবাহার গাছ দেখতে যত সুন্দর, তার যত্নও কিন্তু ততটাই জরুরি। বহু মানুষ ভাবেন, এসব গাছে খুব একটা যত্ন লাগে না। একেবারেই কিন্তু তা নয়। রং থেকে আকার, সবেতেই দৃষ্টিনন্দন এই গাছ। খুব যে তাড়াতাড়ি বাড়ে, তা-ও নয়। আবার চড়া রোদে তাড়াতাড়ি শুকিয়েও যায়। বেশি স্যাঁতসেঁতে জায়গাতেও এই গাছ রাখা যাবে না। পাতাবাহার গাছকে সবসময় ছায়ায় রাখতে হবে তবে প্রত্যেকদিনই বেশ কিছু সময়ের জন্য রোদে রেখে দিন। দুপুরের চড়া রোদে রাখবেন না। রাতে খোলা হাওয়ায় রাখাই ভাল। যদি ঘরে পাতাবাহার রাখেন, তাহলে রাতে জানলার ধারে রেখে দিন। সম্ভব হলে বারান্দা বা ছাদে রেখে আসতে পারেন। ঘরের ভিতরে একনাগাড়ে বেশি দিন পাতাবাহার গাছ রাখলে তা শুকিয়ে যাবে। বাইরের আলো-হাওয়াও দরকার।

বারান্দায় পাতাবাহার রাখলে দেখবেন যেন বেশি রোদ না লাগে। পারলে দুপুরের আগেই টব সরিয়ে নিন। টবের মাপ হওয়া উচিত ৯ থেকে ১২ ইঞ্চি কিংবা এর থেকেও বড় টবে রাখতে পারেন তবে একদম ছোট্ট টবে রাখলে পাতাবাহার বাঁচবে না। এমন ভাবে গাছে জল দিতে হবে যে কোনোভাবেই গাছের গোড়ায় জল না জমে মূলত মাটি ঝরঝরে থাকাই শ্রেয়। ঠিকমাত্রায় রোদ আর জল পেলে পাতাবাহার গাছের ভালো রূপ আরো খোলে।

পাতাবাহারের পাতা মসৃণ রাখতে বিকেলের পর পাতার উপর ও নীচে ভাল করে জল স্প্রে করে ধুয়ে দিন। পাতায় যেন পোকামাকড় না ধরে খেয়াল রাখতে হবে। বাড়ির বাগানে পাতাবাহার গাছ লাগাতে চাইলে এমন জায়গা বেছে নিন, যেখানে সবসময়েই হালকা ছায়া থাকে। মাটি এমনভাবে তৈরি করুন যাতে জল না দাঁড়ায়। খেয়াল রাখতে হবে, পাতাবাহার গাছে ইউরিয়া কিংবা পটাসিয়াম ক্লোরাইড জাতীয় রাসয়নিক সার দেবেন না বরং গোবর সার বা নিমের খোল গাছের বাড়ার জন্য খুব ভালো! 


You might also like!