Life Style News

3 months ago

Home Remedies of Toothache: ওষুধের থেকেও তাড়াতাড়ি দাঁতের সমস্যা মেটায় এই ঘরোয়া টোটকা, না জানলে ভুল করবেন

Home Remedies of Toothache
Home Remedies of Toothache

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দাঁত নিয়ে বেশিরভাগ মানুষেরই তেমন কোনও সচেতনতা নেই। তবে বিশ্বাস করুন, একবার যদি এই অঙ্গটি বিগড়াতে শুরু করে দেয়, তবে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা। সেক্ষেত্রে দাঁতে ব্যথা হলে সারাদিনটাই হয়ে যায় মাটি। এমনকী উড়ে যায় রাতের ঘুম। তাই তো এই দাঁতে যন্ত্রণা নিয়ে মানুষকে সতর্ক থাকতে বলেন বিশেষজ্ঞরা।এক্ষেত্রে দাঁতে যন্ত্রণার (Toothache) পাশাপাশি মাড়িতে ব্যথাও (Gum Pain) অনেকের হয়ে থাকে। আসলে মাড়িতে ব্যথা হওয়ার অর্থ হল সেখানে তৈরি হয়েছে প্রদাহ। আবার কোনও ইনফেকশন থেকেও ঘটনাটি ঘটতে পারে। এবার দাঁতে ব্যথার মতোই মাড়িতে ব্যথাও কিন্তু সমস্যা তৈরি করে ফেলতে পারে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে হয়ে যেতে হবে সাবধান। এক্ষেত্রে এমন কোনও ভুল করা যাবে না যার থেকে তৈরি হয়ে যায় সমস্যা।

দাঁতের এই সমস্যায় ভুগলে এমন কিছু উপায় রয়েছে যার সাহায্যে দাঁতে যন্ত্রণা সহজেই নিরাময় হয়-

নুন জল নুন জল দিয়ে রোজ কুলকুচি করলে দাঁতের সমস্যা হ্রাস পেতে থাকে। দাঁত ও মাড়ির ক্ষতি করে এমন ব্যাকটেরিয়া দূর করতে নুন জল অত্যন্ত উপকারী। এই ব্যাকটেরিয়া মাড়ির প্রদাহের কারণ হতে পারে। এক গ্লাস হালকা গরম জলে এক চা চামচ নুন মিশিয়ে কুলকুচি করলে দাঁত ভাল থাকে।

রসুন রসুন অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ রসুন দাঁত ব্যথা উপশমে ভাল প্রভাব দেখাতে পারে। দাঁতের যন্ত্রণা কমাতে অত্যন্ত সাহায্য করে রসুন।

হলুদ হলুদ মাড়ির প্রদাহ কমাতে পারে। প্রদাহ স্থানে হলুদ লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। পরে মুখ ধুয়ে পরিষ্কার করা যাবে। মাউথওয়াশ হিসেবেও জলে হলুদ ব্যবহার করতে পারেন।

বেকিং সোডা বেকিং সোডাও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের একটি ভাল উৎস। এটি দাঁতের ব্যথা কমাতে, হলুদ দাঁত পরিষ্কার করতে এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে মুখ থেকে ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে।

হালকা গরম জলে ২ চা চামচ বেকিং সোডা মিশিয়ে কুলকুচি করলে দাঁত ভাল থাকে। কয়েকদিন ব্যবহারের পর এর প্রভাব দেখা দিতে শুরু করে।


You might also like!