দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- "রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরে সে ধন আছে", - লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত 'টুনির ধন' গল্পের কথাই এবার মিলে গেল এক ভিখারির বাস্তব জীবনে। তিনি হলেন একজন ভবঘুরে ভিখারি। কেউ একটু খেতে দিলে খায়, নাহলে উপোস। এভাই চলছিল তার দিন। হঠাৎ একটা দুর্ঘটনায় তিনি আহত হন। আর তার পরেই তার ঝুলি থেকে বেরিয়ে আসে প্রচুর টাকা।
গভীর রাতে দেগঙ্গায় টাকি রোডের ধারে দুর্ঘটনায় আহত হন ভবঘুরে বৃদ্ধা। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে পুলিশ। বৃদ্ধার সম্বল বলতে ছিল একটি পুঁটুলি। পুলিশ সেই পুঁটুলি খুলতেই উদ্ধার হয় নগদ লক্ষাধিক টাকা। ভবঘুরের বৃদ্ধার ঝুলিতে ছিল দেড় লক্ষ টাকা নগদ,যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ সকলের। স্থানীয় সূত্রে খবর, ওই বৃদ্ধা বিভিন্ন বাজারে ভিক্ষা করতেন। পুলিশ ও স্থানীয় মানুষ সেই টাকা দেখে চমকে গেছেন। সেই টাকা এই মুহূর্তে আছে পুলিশের হেফাজতে।
রাস্তার পাশে একটা ঝোপের মধ্যে হঠাৎ তার রক্তাক্ত দেহ দেখতে পেয়ে স্থানীয় মানুষ পুলিশে খবর দেয়। দেগঙ্গা থানার পুলিশ তাঁকে উদ্ধার করে বিশ্বনাথপুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় চিকিৎসক তাঁর কাছ থেকে গোছা-গোছা ১০০, ২০০ ও ৫০০ টাকার নোট উদ্ধার করে। আর কিছু খুচরো পয়সা। যার মোট মূল্য নগদ ১ লক্ষ ৫৬ হাজার টাকা। ভবঘুরে বৃদ্ধার কাছ থেকে লক্ষাধিক টাকা দেখে চক্ষু চড়কগাছ পুলিশ ও স্থানীয়দের। পুলিশ টাকাগুলো উদ্ধার করেছে। বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে বারাসত জেলা হাসপাতালে। শেষ পাওয়া খবর জানাচ্ছে, তিনি এখন ভালো আছেন।