kolkata

1 year ago

Howrah : হাওড়ায় তৃণমূল নেতার বাড়ির সামনে চলল গুলি, রবির সকালে ধৃত প্রাক্তন তৃণমূল নেতা

Shots fired in front of Trinamool leader's house
Shots fired in front of Trinamool leader's house

 

হাওড়া, ২৯ জানুয়ারি  : শনিবার রাতে হাওড়ার নাজিরগঞ্জের লিচুবাগান এলাকায় এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার রাত ১১ টা নাগাদ তৃণমূলের যুবনেতা আরিফ খানের বাড়িতে চড়াও হন বেশ কয়েকজন যুবক। তাদের মধ্যে মূল অভিযুক্ত হলেন ৪৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী গুড্ডু খান। তিনি ২০২১ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে মন্ত্রী অরূপ রায়ের দাবি, এই গুড্ডু খান তৃণমূলে ফিরতে চাইছিলেন। রবিবার সকালেই থানায় অভিযোগ দায়ের হয়। সিসিটিভি ফুটেজ দেখে গুড্ডু খানকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে ধৃত গুড্ডু খানকে নিয়ে সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, 'বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেছেন গুড্ডু খান। মমতা-অভিষেকের সঙ্গে দেখাও করেন গুড্ডু। রাজ্যের নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ রাখছেন গুড্ডু খান।' পাশাপাশি মন্ত্রীর দাবি, তৃণমূল গুড্ডুকে এখনও গ্রহণ করেনি। তিনি আরও দাবি করেন, দোষ করলে পুলিশ গুড্ডুর বিরুদ্ধে ব্যবস্থা নিক। যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বেধড়ক মারধর অভিযোগ উঠেছে গুড্ডু খান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

You might also like!