kolkata

1 month ago

SSC Teachers Protest: ধৈর্য ধরেছিল পুলিশ; কিন্তু আন্দোলনকারীরা সরেননি, প্রতিক্রিয়া সুপ্রতিম সরকারের

ADG Supratim Sarkar
ADG Supratim Sarkar

 

কলকাতা, ১৬ মে : বাধ্য হয়েই বলপ্রয়োগ করা হয়েছে, সংযতও থেকেছে পুলিশ। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ওপর লাঠিচার্জ প্রসঙ্গে শুক্রবার এই মন্তব্য করলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। বৃহস্পতিবার রাতে বিকাশ ভবনের সামনে লাঠিচার্জের প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে সুপ্রতিম সরকার বলেছেন, ‘‘পুলিশ প্রথম থেকেই সংযত ছিল।’’ কেন লাঠিচার্জ করল পুলিশ, তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘১০ দিন ধরে চাকরিহারা আন্দোলনকারীরা পালা করে বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। পুলিশ-প্রশাসন সহযোগিতা করেছে। তবে গতকাল পরিস্থিতি পাল্টে যায়। চাকরিহারাদের একাংশ ব্যারিকেড ভেঙে বিকাশ ভবন চত্বরে ঢোকার চেষ্টা করেন। জোরপূর্বক ভেতরে ঢোকার চেষ্টা হয়। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিও করা হয়।"

সুপ্রতিম বলেন, ‘‘বিকেল পর্যন্ত পুলিশ সংযত ছিল। কিন্তু ছুটি হওয়ার পরও প্রায় ৫০০-৬০০ জন বিকাশ ভবনে আটকে পড়েন। তাঁদের বার করার সময়ই আন্দোলনকারীরা পুলিশের উপর চড়াও হন। পরিস্থিতি সামাল দিতেই বাধ্য হয়ে বলপ্রয়োগ করা হয়েছে।’’ এদিকে, চাকরিহারাদের তরফে মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডলেরা শুক্রবার বিকাশ ভবনের সামনে থেকে বলেন, "সত্যি বলেছি বলেই আমরা মার খেয়েছি।’’

You might also like!