Breaking News
 
Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

 

kolkata

10 months ago

SFI: রাতভর অবস্থান, ঝড়-বৃষ্টিতে কলেজ স্কোয়্যারে এসএফআইয়ের জমায়েত

Sfi gathering
Sfi gathering

 

কলকাতা, ২৬ মে  : নয়া জাতীয় শিক্ষানীতি বা এনইপি এবং ইউজিসির সাম্প্রতিক সার্কুলার, বাতিল-সহ শিক্ষাক্ষেত্রের উপর লাগাতার আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই। সারা রাত কলেজ স্কোয়্যারে চলে অবস্থান বিক্ষোভ। শুক্রবারও এই অবস্থান চলছে ৷

শুক্রবারও বাম ছাত্রসংগঠনের বিক্ষোভ মঞ্চে এসে পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেবেন কিছু বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী, গণআন্দলনের কর্মীরা ৷ অবস্থান মঞ্চে ছাত্র নেতৃত্বের বক্তব্যে উঠে আসছে ‘শিক্ষার সাম্প্রদায়িকীকরণ, লাগামহীন বেসরকারিকরণ, সিলেবাস বিকৃতি’-সহ নানা প্রসঙ্গ৷ এই মঞ্চ থেকে বিজেপি সরকারের চাপিয়ে দেওয়া এই শিক্ষানীতির বিরুদ্ধে আগামী দিনে ছাত্র-গবেষক-শিক্ষক-শিক্ষাকর্মী-অভিভাবক-সহ সমাজের বৃহত্তর অংশকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছে এসএফআই৷ আরও বৃহত্তর পরিসরে আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়েছে এসএফআইয়ের নেতৃত্ব৷

এর আগে বৃহস্পতিবার কলেজ স্কোয়্যারে এসএফআইয়ের অবস্থান শুরু হয় দুপুরে৷ ছাত্রদের মিছিল ওই এলাকা পরিক্রমা করে৷ এরপর সেই বিক্ষোভে বিভিন্ন জেলার ছাত্র আন্দোলনের কর্মীরা সামিল হয়৷ ওই দিন অবস্থানে বক্তৃতা দেন অভিনেতা চন্দন সেন, শিক্ষাবিদ পবিত্র সরকার, কবি মন্দাক্রান্তা সেন, শিক্ষাবিদ অম্বিকেশ মহাপাত্র, অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য প্রমুখ বিশিষ্টজন৷

You might also like!