kolkata

10 months ago

Narendrapur Ramakrishna Mission: উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও অসাধারণ সাফল্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের, মেধা তালিকায় প্রথম দশের মধ্যে নয় জন

HigherSecondary 2023  Topper from Narendrapur Ramakrishna Mission(File Picture)
HigherSecondary 2023 Topper from Narendrapur Ramakrishna Mission(File Picture)

 

নরেন্দ্রপুর, ২৪ মে : মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও পরীক্ষার ফলাফলে তাক লাগালো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে তাদের বিদ্যালয়েরই নয় জন ছাত্র রয়েছে। পড়ুয়াদেরই সাফল্যে খুশি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ থেকে শুরু করে অন্যান্য শিক্ষক ও শিক্ষা কর্মীরা।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সরদার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। শুভ্রাংশু ছাড়াও মেধাতালিকায় রয়েছেন আরও ৮ পড়ুয়া। ২০১৫ সালের পর আবারো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল কোন পড়ুয়া। গত ১৯শে মে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টেও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ১২ জন পড়ুয়া মেধা তালিকায় প্রথম দশের মধ্যে স্থান করে নিয়েছিল। কার্যত উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ও সেই ধারাবাহিকতা বজায় রাখল দক্ষিণ ২৪ পরগনার এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা।

You might also like!